Chokher Poloke l চোখের পলকে l Kumar Sanu Bengali Song l Durga Pujor Gaan 2020 l Pallab Mondal
Chokher Poloke l চোখের পলকে l Kumar Sanu Bengali Song l Durga Pujor Gaan 2020 l Pallab Mondal The song...
তোমার কথা ভেবে ভেবে মরছি সারাক্ষন, আমার বুকে আগুন জ্বেলে জ্বলছি অকারন ভালো বাসা শব্দ দুটি বোঝা বরদায়। কখন এসে ধরা দিয়ে কখন চলে যায়।(২) ছিলাম আমি আমার সাথে মনের আনন্দে। হাজার রঙের স্বপ্ন এঁকে বুকের মাঝেতে।(২) হঠাৎ কখন ভালোবাসার আগুন জ্বালে কে, ভালোবাসে মরিচিকায় মিছেই মরি যে। তোমার কথা ভেবে ভেবে মরছি সারাক্ষন, আমার বুকে আগুন জ্বেলে জ্বলছি অকারন ভালো বাসা শব্দ দুটি বোঝা বরদায়। কখন এসে ধরা দিয়ে কখন চলে যায়। ভালোবাসার এত জ্বালা আগে বুঝিনি, কখন হাসায় কখন কাঁদায় হিসেব রাখিনি।(২) মনের ব্যথা মনের কথা কাকেই বলি যে? জীবন আমার জ্বলে পুরে ছারকার হলো যে।। তোমার কথা ভেবে ভেবে মরছি সারাক্ষন, আমার বুকে আগুন জ্বেলে জ্বলছি অকারন ভালো বাসা শব্দ দুটি বোঝা বরদায়। কখন এসে ধরা দিয়ে কখন চলে যায়।