Tor Sathe Dekha Hobe l New Bengali Music Video l Pallab Mondal l Exclusive
আমাদের জীবনের প্রথম প্রেম বা প্রথম দেখা প্রেমের মানুষের জন্য এই গান উৎসর্গ। এই গান বার বার আমাদের আশা দেখাবে,...
যেন সে স্বপ্ন , কোন এক স্বপ্ন মনে বাসা বেঁধেছ ।। চেনা তার ছন্দ , সুরভি গন্ধ মন ভরিয়েছিলে বলেছিলে , কথা দিয়েছিলে দেখা হবে দুজনে ভুলে গেছো ,দিয়ে কথা বসে আছি এখনো যেন সে স্বপ্ন ,কোন এক স্বপ্ন ।। মায়ায় কেন, আবছায়ায় কেন কুয়াশা ঘেরা অভিমানী উদাসী মনের যন্ত্রণার কলরবে নিশিরাতের স্বপ্নপুরী-২ এলোমেলো হাওয়ায় দুলছে দোলায় ডাকছে কে যেন আমায় যেন সে স্বপ্ন কোন এক স্বপ্ন ।। হঠাৎ বুকেতে ,ঝড়ের দোলাতে বেপোরোয়া মন তাকে খোঁজে অজানা পথের অদেখা সুখের সন্ধানে মরি মিছে-২ আজো তার আশায় ,বেদনার ভাষায় স্বপ্ন গুলো হাতড়ে বেড়ায় যেন সে স্বপ্ন কোন এক স্বপ্ন ।।